বিনোদন

৬ ফেব্রুয়ারি আসছে জিরো ডিগ্রি (ভিডিও)

৬ ফেব্রুয়ারি ‘জিরো ডিগ্রি’ ছবির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। ছবির গানগুলোও প্রকাশ করা হয়েছে।  প্রিন্স মাহমুদের সুরে অনিমেষ আইচের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন জেমস। ইতোমধ্যে গানটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।এখন সময় প্রচারণার। এক্ষেত্রে মাহফুজ আহমেদের বিস্তর পরিকল্পনা। বলছেন, দেশের প্রতিটি মানুষ জানবে, এ নামে একটা ছবি আসছে। প্রচারণার ক্ষেত্রে এ বিষয়টি মাথায় রাখা হবে।ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহি, ইরেশ যাকের, তারিক আনাম খান, টেলিসামাদ, জাইব, মীর রাব্বি প্রমুখ। নভেম্বরের শেষের দিকে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায়।