দীর্ঘ ৯ বছর পর রাঙ্গামাটিতে বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনন্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন অতিথিরা।
সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ খান, ইবনুল এম হাসান, উপ-সাংস্কৃতিক সম্পাদক শিবলী হাসান জয়, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কিরন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রলীগকে সুসংগঠিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে স্মার্ট ছাত্র সমাজ গড়ে তুলতে হবে। কারণ ছাত্র সমাজই পারে এক্ষেত্রে সব থেকে ভালো ভূমিকা পালন করতে।
সাইফুল উদ্দীন/এনআইবি/এমএস