দেশজুড়ে

মেহেরপুরে আম সংগ্রহের তারিখ ঘোষণা

মেহেরপুরে আম সংগ্রহের নির্ধারিত দিন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ব্যবসায়ীদের সঙ্গে সভা করে এ তারিখ ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিতে কৃষি বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া জানান, সবার পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন কিছুটা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মে থেকে আঁটি আম, ৩০ মে হিমসাগর, ১২ জুন ল্যাংড়া, ২২ জুন আম্রপালি এবং ২৪ জুন থেকে বারি-৪ জাতের আম সংগ্রহ করা হবে।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস