দেশজুড়ে

চাঁদপুরে দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ইটভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান অভিযান চালিয়ে এ আদেশ দেন।

জরিমানা করা দুই ইটভাটা হলো, আয়েশা ব্রিক ফিল্ড ও মহসিন-ইমাম ব্রিক ফিল্ড। এদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, উপজেলার গল্লাক বাজার এলাকার আয়েশা ব্রিক ফিল্ডকে দুই লাখ ও গল্লাক বাজার এলাকার মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিক দমকল বাহিনীর সদস্যরা পানি মেরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস