আইপিএলের প্লে-অফ পর্ব মাঠে গড়াচ্ছে আজ (মঙ্গলবার) থেকে। কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদ।
আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স।
গ্রুপপর্বে ১৪ ম্যাচের ৯টিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে অফে এসেছে কলকাতা। অন্যদিকে সমান ম্যাচে ৮ জয়ে দুই নম্বরে ছিল হায়দরাবাদ।
এমএমআর/এএসএম