দেশজুড়ে

রামগঞ্জে মেম্বার প্রার্থীকে পেটালো ওসি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রভাবিত হয়ে এক ইউপি সদস্য প্রার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়ার বিরুদ্ধে।শনিবার দুপুর দেড়টার দিকে ভোট চলাকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।আহত সদস্য (মেম্বার) প্রার্থী মো. শাহাদাত হোসেন (আপেল) কাঞ্চনপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ওই মেম্বার প্রার্থীর ভাই কামাল হোসেন খোকন জানান. মেম্বার প্রার্থী লিটন ঢালীর (সিলিং ফ্যান) কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ওসি তোতা মিয়া কেন্দ্রে অবস্থান নেয়। এসময় তার উপস্থিতিতে মেম্বার প্রার্থী লিটন ঢালীর (সিলিং ফ্যান) লোকজন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিলিংফ্যান প্রতীকে সিল মারে। এতে মেম্বার প্রার্থী শাহাদাত হোসেন প্রতিবাদ করলে তাকে ওসি তোতা মিয়া পিটিয়ে আহত করে।একই ওয়ার্ডের অপর মেম্বার প্রার্থী আবদুর রহিম (টিউব ওয়েল) বলেন, ওসি তাকেও কেন্দ্র থেকে বের দিয়ে মেম্বার প্রার্থী লিটন ঢালীকে বিজয়ী করতে বহিরাগতদের সহযোগিতা করে। ওই কেন্দ্রের এজেন্ট নাজিম উদ্দিন বলেন, ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাকেও মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়।শাহাদাত হোসেনের ভাবী শিউলী বেগমের অভিযোগ, ওসি তোতা মিয়া মোটা অংকের টাকা নিয়ে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী লিটন ঢালীকে বিজয়ী করতে তার পক্ষে অবস্থান নেয়। ওই ওয়ার্ডের বৃদ্ধ ভোটার আবু তাহের বলেন, বহিরাগত লোকজন এসে ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ায় নিজের ভোট দিতে পারিনি। কেন্দ্রে ভোট হয়নি। ডাকাতি হয়েছে।এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়ার বক্তব্য জানতে মোবাইল ফোনে প্রসঙ্গ শুনে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কাজল কায়েস/এমএএস/আরআইপি