জাগো জবস

এসএসসি পাসে নিয়োগ দেবে মীনা বাজার, ১৮ বছর হলেই আবেদন

বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজারে ‘ডেলিভারি বাইক রাইডার’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ডেলিভারি বাইক রাইডারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসিঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা

আরও পড়ুন

২০৯ জন সমাজকর্মী নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর ২৩ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ১১২ টাকা

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ১৮-২৮ বছরকর্মস্থল: ঢাকা (বসুন্ধরা এরিয়া, ধানমন্ডি, ইসিবি চত্ত্বর, মিরপুর, মগবাজার, শনির আখরা)

আবেদনের নিয়ম: শুধুমাত্র উল্লেখিত এরিয়াতে কাজ করতে আগ্রহীরা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে হোয়াটসআপে সিভি ও লাইসেন্স এর ছবি পাঠান- 01404-460707।

আবেদনের শেষ সময়: ০২ জুলাই ২০২৪

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ