লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকার করার সময় আটক তিন জেলের প্রত্যেককে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. রবিউল হাসান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রামগতির রহমতপুর এলাকার সেলিমের ছেলে মো. করিম (২২), ছায়েদুল হকের ছেলে শাহাদাত (৩০) ও টাংকির বাজার এলাকার মোজাফফর আহাম্মদের ছেলে মো. নাছির (৩০)।এর আগে শনিবার গভীর রাতে রামগতি উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ওই জেলেদের ৩০ কেজি জাটকা ইলিশসহ আটক করে পুলিশ। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।কাজল কায়েস/এসএস/আরআইপি