লক্ষ্মীপুরে ডোবার পানিতে ডুবে আয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ঈদ আনন্দের পরিবর্তে মা-বাবাসহ পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
আয়ানের শোকে কান্নায় মূর্ছা যাচ্ছে তার মা। বাড়িতে আসা যাওয়া করছেন আত্মীয়-স্বজনসহ আশপাশের মানুষজন।
সোমবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের ওসমান হাজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আয়ান ওই বাড়ির খোরশেদ আলমের ছেলে।
আয়ানের খালা শারমিন আক্তার গণমাধ্যমকে বলেন, আয়ানকে একা ঘরে রেখে তার মা বাড়ির পাশের একটি পুকুরে পানি আনতে যান। পরে ঘরে ফিরে তাকে দেখতে পাওয়া যায়নি। এতে ঘরের পাশে একটি ডোবায় তাকে খুঁজতে নামে। ওই ডোবা থাকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে আয়ানকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ঘটনাটি শুনেছি। অত্যন্ত বেদনাদায়ক। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/জেডএইচ/