দেশজুড়ে

শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অস্ত্রসহ আটক ৯

২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার চর সিঙ্গারিয়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দেয়ার অপরাধে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়সহ ২০টি ঘর ভাঙচুর করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ সময় দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- নিয়ামতপুর গ্রামের হিমেল খান, চর নিয়ামতপুর গ্রামের রাজ্জাক ভূইয়া, জামাল বেপারী, রবিউল্লাহ বেপারী, চর সিঙ্গারিয়া গ্রামের আল আমিন সরদার, বজলু সরদার, কালু সরদার মিজান এবং সবুজ মিয়া।সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর সিঙ্গারিয়া গ্রামের জনগণ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাছলিমা বেগম ডোরার সমর্থন করায় বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন হাওলাদার এর সমর্থকরা তাদের বাড়িঘরে হামলা চালায়। এসময় তারা ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়সহ ২০টি ঘর ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করে। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাছলিমা বেগম ডোরা বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে। সেখানে তো সহিংসতার প্রয়োজন নেই। নির্বাচনে জনগণ যাকে সমর্থন দেবে সেই বিজয়ী হবে এটাই তো চিরাচয়িত নিয়ম। বিদ্রোহী প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন। সেজন্য তো ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়সহ বাড়ি-ঘর ভাঙচুর করার প্রয়োজন নেই। আমি এর তীব্র নিন্দা জানাই।বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমার কোনো সমর্থক বাড়ি-ঘর ভাঙচুর করেনি। তারা নির্বাচনে হেরে আমাদের ফাঁসানোর জন্য নিজেরাই তাদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।এ ব্যাপারে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আংগারিয়া ইউনিয়নের চর সিঙ্গারিয়া গ্রামের ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ছগির হোসেন/এসএস/আরআইপি