দেশজুড়ে

মঠবাড়িয়া হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদেরকে নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিশেষ দিবসে উন্নত মানের খাবার দেয়ার নিয়ম থাকলেও তা দেয়া হচ্ছে না বলে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন সেলিম মিয়া নামে স্থানীয় এক সমাজসেবক। অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহকারী ঠিকাদার শহিদুল হক রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন না এমন খবর পেয়ে সম্প্রতি স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী হাসপাতাল পরিদর্শন করে এর সত্যতা পান। পরে ওই ঠিকাদারের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দাখিল করতে বলেন। এছাড়াও ওই ঠিকাদার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী, পহেলা বৈশাখসহ জাতীয় দিবসে উন্নত খাবার সরবরাহ করছেন না এমনকি ডায়রিয়া বিভাগের রোগীদের মাঝেও নিয়মিত পথ্য সরবরাহ করছেন না বলেও অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিলুফা বেগম (২০) জানান, হাসপাতাল থেকে যে খাবার দেয়া হয় তা খেলে রোগীরা আরও বেশি অসুস্থ্য হয়ে পড়ে। তবে এব্যপারে দায়িত্বে থাকা ঠিকাদার শাহিন মিয়া এ অভিযোগ অস্বীকার করে জানান, নিয়ম মাফিক ভাবেই খাবার সরবরাহ করা হচ্ছে। এদিকে উপজেলা স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল হকের সঙ্গে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। হাসান মামুন/এফএ/এবিএস