রাজনীতি

কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের সমর্থন

কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠনের অবস্থানের কথা জানান।

তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহুর্তে আর কোনো কোটার প্রয়োজন নেই। সাধারণ শিক্ষার্থীদের চলমান গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছে।

নাছির বলেন, ২০১৮ সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিলো তখন ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদের সমর্থন দিয়েছিলাম।

আরও পড়ুন ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলের গুম হওয়ার বিষয়টি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলহাস মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/এসআইটি/জিকেএস