জাতীয়

৫ ঘণ্টা পর প্রগতি সরণিতে যান চলাচল শুরু

রাজধানীর নতুনবাজার মোড় থেকে পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় তারা রাস্তা ছেড়ে দেন।

অবরোধ তুলে নেওয়ায় প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মঙ্গলবার (১৬ জুলাই) একই স্থানে তারা আবারও অবরোধ কর্মসূচিরর ঘোষণা দিয়েছেন।

এর আগে নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচ শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুন>

টিএসসি থেকে ভিসি চত্বর দখলে নিলো ছাত্রলীগ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে তারা বেলা সাড়ে ১১টায় রাস্তা অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও কোটা পদ্ধতিতে যৌক্তিক সংস্কারের দাবি জানিয়ে আজকের মতো অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা। তিনি জাগো নিউজকে বলেন, আমরা শিক্ষার্থীদের বারবার অনুরোধ করেছিলাম রাস্তা ছেড়ে দিতে। তারা বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।

এএএইচ/এসআইটি/এএসএম