কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় বিক্ষোভ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে তারা নগরের প্রবর্তক মোড়ে গিয়ে বিক্ষোভ করেন।
অন্যদিকে চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মাইকে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এসময় বেশ কিছু যুবককে দেখা গেছে লাঠি হাতে।
এছাড়া বিকেল সাড়ে তিনটা থেকে রেল স্টেশনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের ঘোষণা থাকলেও তাদের এখনো দেখা যায়নি।
এএজেড/এমএইচআর/জেআইএম