লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. নুর আলমকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও তার ভাড়াটিয়া লোকজন হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে তিনি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন। এদিকে, প্রচারণায় বাধা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।নুর আলম বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও তার ভাড়াটিয়া লোকজনের বাধার কারণে নির্বাচনী পোস্টার লাগানো যাচ্ছে না। তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি আতঙ্কে আছি।তবে জাকির হোসেন পাটওয়ারী বলেন, অভিযোগটি সঠিক নয়। মনোনয়নপত্র দাখিল করে নুর আলম পালিয়ে রয়েছে।এ ব্যাপারে সন্ধ্যায় ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.শামিম হোসেন জানিয়েছে, প্রচারণায় বাধা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।কাজল কায়েস/এমএএস/আরআইপি