জাতীয়

দয়া করে ভাঙচুর-হত্যা-সংঘর্ষ থেকে বিরত হন: সেনাপ্রধান

ভাঙচুর, মারামারি, হত্যা, সংঘর্ষ থেকে দেশবাসীকে বিরত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) দুপুরে জাতির উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান তিনি।

সেনাপ্রধান বলেন, আপনাদের আমি কথা দিচ্ছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে আমরা পূরণ করবো।

আরও পড়ুন

দেশ ছাড়লেন শেখ হাসিনা গণভবনে হাজার হাজার সাধারণ মানুষ ভারত পৌঁছেছেন শেখ হাসিনা, ‘সেফ প্যাসেজ’ দেবে নয়াদিল্লি: রিপোর্ট

তিনি বলেন, দেশে একটা শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে ভাঙচুর, মারামারি, হত্যা, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন।

টিটি/এএসএ/জেআইএম