দেশজুড়ে

রায়পুরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে জামাই। শুক্রবার ভোর ৪টার দিকে শহরের আব্বাস আলী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাই নাজমুল হোসেনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় পারিবারিক কলহ নিয়ে শ্বশুর মহিন উদ্দিন বাবর, শাশ্বড়ী আঙ্গুরের নেছার সঙ্গে জামাই নাজমুল হোসেন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে শ্বশুর, শ্বাশুড়ি, স্ত্রী মহিমা আক্তার ও শ্যালিকা সাফুরা আক্তার পলিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে জামাই নাজমুল ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে।কাজল কায়েস/এসএস/পিআর