লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলে শাহেদ আলী মাঝির (৩৬) সন্ধান মেলেনি। তিনি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের কামাল বাজার এলাকার রুহুল আমিনের ছেলে। রোববার রাত ৮টার দিকে তিনি ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন।চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, তার ইউনিয়নের কামাল বাজার নদীর অদূরে ঘূর্ণিঝড়ে মাছ ধরার নৌকাডুবে ৩ জেলে নিখোঁজ হয়। এর মধ্যে রাতেই জেলেরা খোঁজাখুঁজি করে আবদুল করিম (২৬) ও বাতেনকে (২৫) জীবিত উদ্ধার করেন। সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ শাহেদ আলী মাঝির সন্ধান পাাওয়া যায়নি। তার সন্ধানে নদীর বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।অন্যদিকে, একই সময় কমলনগরে নৌকা ডুবে মো. আর্শাদ (২) নামের এক শিশু মারা গেছে। নিহত আর্শাদ মানতা সম্প্রদায়ের জেলে শাহ আলমের ছেলে। শিশুটির পরিবার নদীতে নৌকায় বসবাস করে মাছ শিকার করতো। ওই সময় নদীতে নৌকা উল্টে শাহ আলমের পরিবারের সাতজন নিখোঁজ হলেও পরে স্থানীয় জেলেদের সহযোগীতায় তারা উদ্ধার হয়। পরে নদীতে আর্শাদের মরদেহ ভেসে ওঠে।পাটারিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কেএম নুরুল আমিন রাজু বলেন, শিশুর বাবা শাহ আলম স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় থাকতেন। নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। রাতে মাছ ধরার সময় তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে। তীরে পৌঁছার আগেই উল্টে যায়। এতে নদীতে পড়ে যায় নারী ও শিশুসহ পরিবারের সবাই। এসময় আশপাশে থাকা নৌকার জেলেদের সহযোগিতায় সাতজন নদী থেকে বাঁচে যায়।কাজল কায়েস/এআরএ/এবিএস