৪৩ বছর পর ঝিনাইদহের দুটি গ্রামে মানুষের বসবাস শুরু হয়েছে। সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বামনপাড়া পদ্মবিলা ও বশিপুর গ্রামে।খোঁজ নিয়ে জানা গেছে, ৪৩ বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। পূর্বে গ্রাম দু’টিতে বসবাসকারীদের সকলেই প্রায় ঘোষ আর বাগদি সম্প্রদায়ের ছিল। ভারতবর্ষ ভাগের সময় অর্থাৎ ১৯৬৫ সালের দিকে তাদের উপর অত্যাচার শুরু হয়। কিন্তু নারীদের সভ্রমহানি, ঘন ঘন চুরি ও ডাকাতি থেকে নিষ্কৃতি পেতে এক সময় গ্রাম মানুষ শূন্য হয়ে পড়ে। এ সময় বসবাসকারীর অধিকাংশই ভারতে চলে যান।মধুহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তহুরুল ইসলাম জানান, বশিপুর গ্রামে তারাচাঁদ মন্ডল, নজরুল ইসলাম, আব্দুল রাজ্জাক, সাইদুল ইসলামের পরিবার এবং বামনপাড়া পদ্মবিলা গ্রামে রবিউল ও সামসুল ইসলামের পরিবার বসবাস করছে।ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এক সময় এই এলাকাতে সন্ত্রাসী বাহিনীর বিচরণ ছিল। কিন্তু এখন আইনশৃঙ্খলা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হওয়ায় মানুষের বসবাস বেড়েছে। আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি