রাজধানীর গুলশান ১ নম্বর গোল চত্বরে গণধোলাইয়ের শিকার হয়েছে ২ ছিনতাইকারী। গণধোলাইয়ের শিকার ছিনতাইকারীরা হলেন: মো. আলম (২৮) এবং সফিকুল (৩৬)।মঙ্গলবার সকাল ১০টার দিকে নাভানা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার এসআই ফয়সাল জানান, ওই এলাকায় ছিনতাইকালে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।