আন্তর্জাতিক

শিক্ষা সফরেই গর্ভবতী

শিক্ষা সফর মানেই জ্ঞান অন্বেষণের সফর। কিন্তু এ সফরে গিয়ে যদি কোন ছাত্রী অন্তঃস্বত্ত্বা হয় তাহলে ব্যাপারটি নিশ্চয়ই উদ্বেগজনক। তাও যদি হয় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে, তাহলে তো মাথাই নষ্ট। তবে ঘটনা সত্য। এমনটিই ঘটেছে বসনিয়ার একটি প্রাথমিক স্কুলের ছাত্রীদের ক্ষেত্রে।ডেইলি মেইল জানিয়েছে, মাস খানেক বসনিয়ার রাজধানী সারাজিভোর একটি স্কুলের সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। সফরটি ছিল দেশটির বানজা  লুকা শহরে। মোট পাঁচদিনের সফর ছিল এটি।বেড়াতে গিয়েই কাণ্ডটি ঘটায় সাত নাবালিকা। তাদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। বাড়ি ফেরার পর থেকেই ওই সাত নাবালিকা এ ঘটনায় বেশ টেনশনে ছিল। অবশেষে বাবা-মাকে সত্যি ঘটনা বলতে বাধ্য হয় তারা।সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানায়, শিক্ষা সফরে তাদের একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ। সেখানেই গোপনে কয়েকজন ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক করে তারা। বয়ফ্রেন্ডের অনুরোধে না বলতে পারেনি বলে দাবি করেন এক ছাত্রী।এদিকে, এ ঘটনা ফাঁস হওয়ার পর হৈচৈ পড়ে যায় পুরো বসনিয়ায়। এ ঘটনার পর  দেশের যৌনশিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে। নাবালকদের মধ্যে ধর্ষণের প্রবণতা বৃদ্ধিতে ইতিমধ্যেই বসনিয়া সরকার স্কুলে যৌনশিক্ষার পাঠ দিতে তোড়জোড় শুরু করেছে। এর মধ্যেই প্রাথমিক স্কুলের ছাত্রীদের এ কাণ্ডে বেশ উদ্বেগ পড়েছে প্রশাসন। উল্লেখ্য, এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে দেশটিতে।