বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ভাঙচুর মামলায় মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীকে (৫৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আক্কাস আলীর দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনহবিগঞ্জে সাবেক দুই এমপির বিরুদ্ধে মামলা পারভেজ চলে গেছে, সংসার চালাবে কে?আওয়ামী লীগ নেতা আক্কাস আলী শহরের হোটেলবাজার এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের পর দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। আসিফ ইকবাল/কেএসআর