শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে তিন রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা গোলযোগের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া জানান, যেখানেই কেউ কোনো ধরনের গোলযোগের চেষ্টা করবে প্রয়োজনে সেখানেই পুলিশ শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। সকল কেন্দ্রে কর্তব্যরতদের এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। এদিকে, রৌহা ও ভাতশালা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অনুমতিহীনভাবে নির্বাচনী এলাকায় যান্ত্রিক যানবাহন চালানোর অভিযোগে ৭ মোটরসাইকেল চালককে আটক করে তাদের কাছ থেকে ৩ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও সামসুদ্দিন মুন্না অর্থদণ্ড আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।হাকিম বাবুল/এফএ/এবিএস