দেশজুড়ে

চাঁদপুরে সংঘর্ষে আহত ১৭ : ৪১ রাউন্ড ফাঁকা গুলি

চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। কয়েকটি স্থানে নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে।মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাও উত্তর ইউনিয়নের ঘোড়াদাড়ি, নায়েরগাও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর, খিদিরপুর উপাদী ইউনিয়নের কাজিয়ারতে নৌকা ও ধানের শীষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে নায়েরগাও দক্ষিণ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ তালুকদারসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে রহমান নামের একজন। নায়েরগাওয়ের তুষপুর ও বারোগাও কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ৩ নং চন্ডীপুর কেন্দ্রে আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড গুলি ছুঁড়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে এ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। চতুর্থ দফায় চাঁদপুরের শাহরাস্তিতে ৬টি ও মতলব দক্ষিণের ৪টি ইউনিয়নসহ মোট ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। ইকরাম চৌধুরী/এসএস/এবিএস