দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত ২৫ কি.মি. যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।ফেনীর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গাড়ির অতিরিক্ত চাপ ও সড়ক উন্নয়ন কাজের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ যানজটের সৃষ্টি হয়।জহিরুল হক মিলু/এসএস/এমএস