ফেনী পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রাকিব হায়দারের উপর হামলার ঘটনায় দাযয়েরকৃত মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার তপন এবং চিথলীয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে তারা আদালতে আত্মসমর্থন করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দারের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়। প্রধান দুই আসামি বুধবার সকালে ফেনীর রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় রাতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ ৭ জনের নাম উল্লেখ করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। জহিরুল হক মিলু/এসএস/আরআইপি