বিনোদন

বিভিন্ন টিভি চ্যানেলে বড়দিনের আয়োজন

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যিশু খ্রিস্টের জন্মের এ দিনটিকে ঘিরে দেশের বেশ কয়েকটি টি‌‌‌ভি চ্যানেল অনুষ্ঠানমালা প্রচার করবে। এগুলো তুলে ধরা হলো :জিটিভি:খ্রিষ্টান ধর্মবলম্বীদের বিভিন্ন সংস্কৃতি ও বিনোদনের  বিভিন্ন মাধ্যম দিয়ে সাজানো হয়েছে ‘উৎসবে বড়দিন’ নামের অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন তাহা।  থাকছে আবৃত্তি, নৃত্য, গান ও প্রামাণ্যচিত্রের খোঁজ-খবর। এইচ এ এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটি এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে।  বাংলাভিশন:সান্তা ক্লজকে নিয়ে থাকছে নাটিকা ‘হলো তাঁর আগমন’। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন ফখরুজ্জামান। অনুষ্ঠানে আরও থাকছে বড়দিনের গান ও নাচ। এটি প্রচার হবে বিকেল ৫টা ২০ মিনিটে। প্রযোজনায় আবু হানিফ।মাছরাঙা টেলিভিশন:এদিন দুপুর ৩টায় প্রচার হবে নাটক ‘ওহ পিটার’। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ঈশিতা, মাজনুন মিজান, স্বাগতা প্রমুখ।সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বড় আনন্দ’। সংগীতশিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন এন্ড্রু কিশোর, তপন চৌধুরী, কণা ও ন্যান্সি। নাচ পরিবেশন করবেন ঈশিতা। আরও রয়েছে ইমন, নিরব, মুনমুন, সাজু খাদেম ও দেবাশীষ বিশ্বাসের পরিবেশনা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কবির বকুল।রাত ৯টায় রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘বড় দিন: যুগ থেকে যুগান্তরে’। ডেভিড প্রণব দাসের গ্রন্থনা ও পরিকল্পনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেছেন রিপা লিজা রোজারিও, সুমিত দেউড়ি, অথৈ, ব্যাপ্টিস্ট চার্চ চিল্ড্রেন গ্রুপ, ইম্মানুয়েল চার্চ ও শিপ অব হ্যাভেনের শিল্পীবৃন্দ। আলবিনো জর্জ ও জ্যাকলিন জুঁইয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।