সম্প্রতি প্রকাশিত হলো কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসানের ভ্রমণকাহিনি ‘দেখি বাংলার মুখ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন।
প্রকাশক জানান, বইটিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী ও প্রধান কয়েকটি বিশেষ আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে পর্যটনের কাহিনি নিয়ে ১৫টি গদ্য আছে। তার বর্ণনা রম্য, সহাস্য, আনন্দময় ও প্রাঞ্জল। এতে লালনের স্মৃতিভরা স্থান, কেওক্রাডং চূড়া, মুজিবনগর, কক্সবাজার, চট্টগ্রামের নানা জায়গা, সমুদ্র ও পর্বত, রেলযাত্রায় তূর্ণা নিশিথায় নিশিযাপন এবং জলজোছনায় ভেসে যাওয়া হাতিরঝিল—এমনই মায়াময়, সুরভিময় নানা স্থানের কাহিনি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
প্রকাশিত হলো মোহাম্মদ নূরুল হকের ‘নবাবের একদিন’ প্রকাশিত হয়েছে রব্বানী চৌধুরীর ‘তুমি কে? আমি কে?’বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়, কাঁটাবন ও বাংলাবাজারের বিক্রয়কেন্দ্র এবং দেশব্যাপী ‘নির্বাচিত’র বিক্রয়কেন্দ্রে। ঘরে বসে বইটি পেতে চাইলে অর্ডার করতে হবে অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের লিংক থেকে।
কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসান বলেন, ‘দেখি বাংলার মুখ মূলত ভ্রমণকাহিনি। বইটি এরই মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। ৯ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। ৩০০ টাকায় কেনা যাবে বইটি। আশা করি বইটি সবার ভালো লাগবে।’
এসইউ/এমএস