আইন-আদালত

কমিশনে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানে বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১১ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে তার সঙ্গে মতবিনিময় সভা করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। এসময় বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত তুলে ধরেন প্রধান বিচারপতি।

সভা শেষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সংবিধানের সংস্কার প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এজন্য সংবিধানে অন্তর্ভুক্ত বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন তারা। এর ধারাবাহিকতা প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময় করেন।

এসময় প্রধান বিচারপতি এরই মধ্যে ন্যায়বিচার নিশ্চিতে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানায় সংস্কার কমিশনকে। আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ যারা ওয়বে সাইট ও ই-মেইলের মাধ্যমে সংবিধান সংস্কারে তাদের মতামত দিয়েছেন। এরপরও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে ৬৪ জেলায় জরিপ করা হয়েছে।

আরও পড়ুন নির্বাচন কমিশনে নতুন ৪ কমিটি গঠন সংবিধান সংস্কার কমিশনে সিপিবির ১০ প্রস্তাব কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট প্রকাশের অনুমোদন

আলী রীয়াজ বলেন, জরিপের ফলাফল এখনও কমিশনের কাছে দেওয়া হয়নি। এসময় রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারে বিভিন্ন প্রস্তাব দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ জানান তিনি। বিবিএসের জরিপ নিয়ে গণমাধ্যমে অসম্পূর্ণ সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাতের সময় কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।

এফএইচ/এমএএইচ/জিকেএস