রাজধানীর মিরপুর এলাকায় গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে একটি বাস আগুন ধরেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জাগোনিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে গ্যাস সিলিন্ডারটি ফেটে গেলে এতে আগুন ধরে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।