চট্টগ্রামের সাতকানিয়ায় ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গির আলম (৪৩) এবং মৃত আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)। মঙ্গলবার দুপুরে তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
আরও পড়ুন:
২০২৩ সালে ৯৯৩৯ মাদককারবারি গ্রেফতার, ৯৫ লাখ ইয়াবা উদ্ধারতিনি বলেন, কেরানি হাট এলাকার একটি আবাসিক হোটেলে মাদকদ্রব্য বেচাকেনার জন্য কয়েকজন কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পলিজিপার প্যাকেটের মধ্যে রাখা ১ হাজার ৯শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। মূলত তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীতে বিক্রি করতো।
এমডিআইএইচ/এমআরএম