এক দশক আগে, ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর পৃথিবীতে এযাবৎ কালের মধ্যে সবচে বড়ো মাপের ভূমিকম্প আঘাত হেনেছিলো ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে। ওই ভূমিকম্প থেকে সৃষ্টি হয়েছিলো প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস সুনামির। সেই সুনামিতে ভেসে গিয়েছিলো ভারত মহাসাগরের উপকূলজুড়ে থাকা বিভিন্ন জনপদে মানুষের বসতি।
ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৯.১ এবং তার জেরে সৃষ্ট সুনামিতে নিহত হয় ২,২৮,০০০ মানুষ। আর সমুদ্রের ঢেউয়ের তোড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গৃহহীন হয়ে পড়ে আরো কয়েক লাখ মানুষ।
বান্দা আচেহ উপকূল, ২০০৫ সালের জানুয়ারি মাসে তোলাভয়ঙ্কর সেই জলোচ্ছ্বাস ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে আঘাত হানে স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে। জলোচ্ছ্বাসের ঢেউ এতো উঁচুতে উঠে গিয়েছিলো যে তাতে পাহাড়ের চাষবাসের জমিও প্লাবিত হয়। সমুদ্রের নৌকা উপরে উঠে গিয়ে আটকা পড়ে গাছের মাথায়।ধারণা করা হয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে ১,০০০ কোটি ডলার। তারপর ১০ বছর পার হয়ে গেছে, উপকূলীয় বহু শহর আর গ্রামে নতুন করে গড়ে উঠেছে জীবন। এখানে এরকমই দুটো ছবি তুলে ধরা হলো।উপরের ছবিটি ইন্দোনেশিয়ার সুমাত্রায় বান্দা আচেহ সমুদ্র উপকূল যা সুনামির পর ২০০৫ সালের জানুয়ারি মাসে তোলা হয়েছে। আর ওই একই উপকূলের নিচের ছবিটি তেলা হয়েছে সুনামির ১০ বছর পর অর্থাৎ ২০১৪ সালের ডিসেম্বর মাসে। সূত্র: বিবিসি