চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন চবি মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ বর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়নাল মনোনীত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. হেলাল নিজামী এ কমিটি ঘোষণা করেন।
আরও পড়ুনথার্টি ফার্স্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ঢাবির সাদা দল ভেঙে একই নামে নতুন সংগঠনসভাপতির বক্তব্যে বিদায়ী কমিটির সভাপতি জিল্লুর রহমান অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া নতুন কমিটির সদস্যদের সাংগঠনিক কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে চালিয়ে যেতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক উপদেষ্টা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন নিপু, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তায়িন বিল্লাহ প্রমুখ। এম মাঈন উদ্দিন/কেএসআর