রাজধানীর গুলশান শাহজাদপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহতরা হলেন- রমজান আলী (৩০) ও মহিউদ্দিন (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।আহত রমজানের বাবা সাইদুর রহমান জানান, ‘রাত ২টার দিকে চিৎকার শুনতে পেয়ে বাসার সামনে এসে দেখি গুলিবিদ্ধ অবস্থায় ওরা পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। রমজান আলীর মাথায় ও কোমরে এবং মহিউদ্দিনের বুকে ও মুখে গুলিবিদ্ধ হয়েছে।তবে কে বা কারা গুলি চালিয়েছেন তা জানা যায়নি।