বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় ২ রোহিঙ্গাসহ ৩ জনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার সকালে ওই তিন আসামিকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ আদালতের কাছে তিন আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করে। এদিকে আজ বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে নিহত বৌদ্ধভিক্ষুর অন্তষ্টিক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে স্বজনরা। এছাড়াও বৌদ্ধভিক্ষুর হত্যার ঘটনায় ওই ৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছেন বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবুল খায়ের। উল্লেখ্য, শনিবার মধ্যরাতে উপজেলার বাইশারি ইউনিয়নে উপর চাকপাড়া এলাকায় মং শৈ উ চাক (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুককে বৌদ্ধ বিহারে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। সৈকত দাশ/এফএ/এবিএস