আগেরদিন পেমেন্ট না পেয়ে হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে মাঠেই আসেননি দুর্বার রাজশাহীর কোন বিদেশী ক্রিকেটার। পরে টুর্নামেন্ট কমিটি ও ম্যাচ রেফারির বিশেষ অনুমতি নিয়ে শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খেলেই রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে রাজশাহীর ক্রিকেটাররা।
আজ সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পরের ম্যাচেও কি তাই হবে? এদিনও কি বিদেশীদের ছাড়াই খেলতে নামবে রাজশাহী? ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স ম্যাচ শেষ হওয়ার আগেই প্রেসবক্সে এ নিয়ে গুঞ্জন।
ফরচুন বরিশাল ইনিংসের ৫ ওভার বাকি থাকতেই মাঠে এসে উপস্থিত হয় টিম দুর্বার রাজশাহী। দলের সাথে হোটেল থেকে টিম বাসে চেপে বিদেশি ক্রিকেটাররা এসেছেন কি না, তা জানতে কৌতুহলী সবাই।
খোঁজ নিয়ে জানা গেল, হ্যাঁ আজ সোমবার দলের সাথে টিম বাসে করে মাঠে এসেছেন পাঁচ বিদেশি ক্রিকেটার। তবে মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় জাগো নিউজকে জানালেন, পাকিস্তানী রিক্রুট মোহাম্মদ হারিস ছাড়া বাকি পাঁচ বিদেশি ক্রিকেটার টিম বাসে করেই মাঠে এসেছেন।
এই পাঁচজনের মধ্য থেকেই ৪ জনের (রায়ান বার্ল, আফতাব আলম, মিগুয়েল কামিন্স, লাহিরু সামারাকুন্ত) আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন।
মোহাম্মদ হারিস কেন মাঠে আসেননি? তার কি পেমেন্ট ক্লিয়ার হয়নি? অন্য বিদেশিদের টাকা পরিশোধ করা হলেও হারিস কি তার পাওনা পাননি?
এ প্রশ্নের জবাবে দুর্বার রাজশাহীর মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় জানান, ‘নাহ! হারিসের কোন পাওনা বাকি নেই। তার সব পাওনা পরিশোধ করা হয়েছে। তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় ভুগছেন। তাই আজকের ম্যাচ খেলতে মাঠে আসেননি।’
এআরবি/আইএইচএস/