তীব্র সংকটে পড়েছে জার্মান অর্থনীতি। চলতি বছর দেশটির জিডিপি সংকুচিত হতে পারে শূন্য দশমিক এক শতাংশ। বিডিআই ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছেন। জার্মানির একত্রিকরণের পর এই প্রথম তিনবার কম জিডিপি প্রবৃদ্ধি দেখতে যাচ্ছে দেশটি।
বিডিআই জানিয়েছে, ইউরোজোনের প্রবৃদ্ধি হতে পারে এক দশমিক এক শতাংশ। একই সময়ে বিশ্বের প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক দুই শতাংশ। ইউরোপে যেসব দেশ পিছিয়ে থাকবে তার মধ্যে জার্মানি অন্যতম।
বিডিআই প্রেসিডেন্ট পিটার লেইবিঙ্গার বার্লিনে বলেছেন, পরিস্থিতি খুবই গুরুতর। বিশেষ করে শিল্পের প্রবৃদ্ধি কাঠামোগত ব্রেকের সম্মুখীন হয়েছে।
বিদেশ থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতা, উচ্চ জ্বালানি খরচ, এখনো উচ্চ সুদের হার এবং অনিশ্চিতয়তা জার্মান অর্থনীতিতে মারত্মক প্রভাব ফেলেছে। ২০২৪ সালে টানা দ্বিতীয়বারের মতো দেশটির অর্থনীতি সংকুচিত হয়।
লেইবিঙ্গার বলেছেন, জার্মানির অর্থনৈতিক সংকট মহামারি বা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলাফলের চেয়েও বেশি কিছু।
তাছাড়া সমস্যাগুলো নিজেদের তৈরি ও ২০১৮ সাল থেকে কাঠামোগত দুর্বলতার ফলাফল, যা সরকারগুলো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির রূপান্তর ও স্থিতিস্থাপকতায় সরকারি বিনিয়োগ জরুরিভিত্তিতে প্রয়োজন।
এছাড়াও আমলাতন্ত্র হ্রাস ও জ্বালানির দাম কমানোর পাশাপাশি জার্মান উদ্ভাবন এবং গবেষণা ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার জন্য একটি স্পষ্ট কৌশলের আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স
এমএসএম