জাতীয়

জিহাদের বাবাকে থানায় নেওয়া হয়েছে

পাইপের ভেতর পড়ে যাওয়া জিহাদের বাবা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দারোয়ান নাসির বকুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে তাকে নেওয়া হয়।শাহজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই শ্যামল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিহাদের পাইপে পড়ে বিষয়ে বিস্তারিত জানার জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় রাজধানীর শাহজাহানপুর বালুর মাঠে খেলার সময় ১৭ ইঞ্চি ব্যাসার্ধের তিনশ` ফুট গভীর একটি পানির পাইপে জিহাদের পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে যোগ দেয়।