জন্মশতবর্ষ পার হলো কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের। ফরিদপুরে জন্ম এই বিশ্বখ্যাত সিনেমার ফেরিওয়ালার। ছোট্ট দুই শব্দের নামের আড়ালে মানুষটি বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন বিশ্বমঞ্চে। একদিকে শ্রমজীবী মানুষের লড়াই; অন্যদিকে সিনেমাশিল্পের নন্দন।
এই দুইয়েরই সম্মিলন ঘটেছিল তাঁর জীবন ও কাজে। বাল্যকাল থেকেই তার ভেতরে রাজনীতি সচেতনতা দেখা যায়। এমনকি রাজনৈতিক কারণে তাঁকে কারাবরণ করতে হয়েছিল। পরে ইন্টারমিডিয়েট পাসের পর চলে যান কলকাতায়।
লেখক ‘মৃণাল সেন: জীবন ও সিনেমা’ বইটিতে শুধু তথ্যের কেবল সংকলনই করেননি, অত্যন্ত আন্তরিক প্রয়াসে মৃণাল সেনের জীবনের অজানা অধ্যায় জানিয়েছেন। রয়েছে তাঁর প্রতিটি সিনেমা নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ। রয়েছে মৃণাল সেনের লেখালেখির প্রসঙ্গ, তাঁর চলচ্চিত্র ভাবনা, সমালোচনা, জীবন ও গ্রন্থপঞ্জি।
আরও পড়ুন আসছে আদেলের ‘জার্নালিজম টু কমিউনিকেশন’ আসছে রবিউল কমলের ‘নকিপুরের নেকড়ে’তাছাড়া সম্প্রতি উন্মুক্ত হয়েছে তাঁকে নিয়ে চর্চার নতুন নতুন দিগন্ত। সব মিলিয়ে একটি বইয়ের মধ্যে সামগ্রিক মৃণাল সেন। এভাবে লেখক একজন ব্যক্তির হয়ে ওঠা, বিকাশের নানা পর্ব বিশ্লেষণ ও তথ্যপূর্ণ করে সাজিয়েছেন। আশা করা যায়, বইটি বাংলা ভাষায় মৃণালচর্চায় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে।
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে ফজলে রাব্বীর লেখা ‘মৃণাল সেন: জীবন ও সিনেমা’। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ৩৫০ টাকা দামে বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় কথা প্রকাশের ২৫ নম্বর প্যাভিলিয়নে।
এসইউ/জিকেএস