জাতীয়

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ঢাকা থেকে গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র‍্যাব-২ তাকে গ্রেফতার করে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলাবাগান এলাকায় আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলার আসামি।

আরও পড়ুন

ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি গ্রেফতারচট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আব্দুল আজিজ এমবিবিএস পাশ করে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও শিশুরোগ চিকিৎসক হিসেবে যোগ দেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

টিটি/এএমএ