খেলাধুলা

মুমিনুলের ঘূর্ণিতে পরাস্ত শেষ টেস্ট খেলতে নামা ম্যাথিউজ

মুমিনুলের ঘূর্ণিতে পরাস্ত শেষ টেস্ট খেলতে নামা ম্যাথিউজ

টেস্ট ড্রয়ের পথে গেলে এটাই হতে পারে তার শেষ ইনিংস। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম ইনিংসে তিনি ফিরলেন ৩৯ করে, পেলেন দর্শকদের করতালি।

Advertisement

ম্যাথিউজকে দুর্দান্ত এক ঘূর্ণি ডেলিভারিতে পরাস্ত করেছেন পার্টটাইম স্পিনার মুমিনুল হক। তার বাঁক খাওয়া ডেলিভারি ডিফেন্ড করতে চেয়েছিলেন ম্যাথিউজ, বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। এতেই ভেঙেছে ৮৯ রানের জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯৩ রান। তারা পিছিয়ে ২০২ রানে। পাথুম নিশাঙ্কা ১৬৮ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন কামিন্ডু মেন্ডিস।

আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এদিন সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার, যোগ করে মাত্র ৬ রান।

Advertisement

ইনিংসের ১৫৪তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাহিদ রানা (৮ বলে ০) উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস (৪৯৫ রানে)। অপরপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিরতি দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

প্রথম উইকেটে ৪৭ রানের জুটি করেন দুই লঙ্কান ওপেনার। অবশেষে সেই জুটি ভাঙেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার।

ওভারের প্রথম বলে উদারাকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান ওপেনার। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

Advertisement

তবে দ্বিতীয় উইকেটে আবারও জুটি গড়ে ফেলে শ্রীলঙ্কা। এই উইকেটে ১৫৭ রানের জুটি করেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে লঙ্কানদের দেড়শতাধিক রানের জুটিটি ভাঙেন নাঈম হাসান।

লঙ্কানদের ইনিংসের ৫২তম ওভারে ডানহাতি স্পিনার নাঈমের বলে লেগ স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ হন চান্দিমাল। ১১৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ২০৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।

এমএমআর/জিকেএস