দেশজুড়ে

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু

৫ দিনের রিমান্ডে সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এ আদেশ দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।

তিনি বলেন, দুপুরে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর জামিন আবেদন করেন। কিন্তু আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি এখন কারাগারে।

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যার ঘটনায় কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এরমধ্যে একটি মামলায় তিনি গ্রেফতার ছিলেন। একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের করা মামলায় আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এসময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করা হয়।

ওই মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।

Advertisement

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এ মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম