নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৯ জুন) তাকে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Advertisement
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
তার এ নিয়োগ আদেশ শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
Advertisement
পররাষ্ট্রসচিবের দায়িত্ব চালিয়ে আসা পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. জসিম উদ্দিন গত ২২ মে ছুটিতে যান। তিনি গত বছরের ৮ সেপ্টেম্বর দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
আরএমএম/এএমএ/জেআইএম