দীর্ঘ দুই থেকে ছয় বছর পর নিজ দেশে ফিরলেন ছয় বাংলাদেশি। ভারতের মুম্বাই থেকে গ্রেফতার হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে বুধবার (১৮ জুন) রাতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাদের পরিবারের কাছে তুলে দেয় পুলিশ।
Advertisement
হস্তান্তর হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। সাতক্ষীরার ভোমরা ও কুশখালি সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে কেউ গিয়েছিলেন কৃষিকাজে, কেউ গৃহকর্মী হয়ে পাড়ি জমিয়েছিলেন জীবন-জীবিকার তাগিদে ।
কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার মেজবাহউদ্দীন জানান, ভারতীয় পুলিশ মুম্বাই থেকে ৬ জনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণার তারালি ক্যাম্পে হস্তান্তর করে।
সেখান থেকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ সদস্য পরিদর্শক বিকাশ রায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন।
Advertisement
তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হওয়ায় আমরা তাদের গ্রহণ করি ও নিয়ম অনুযায়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম
Advertisement