গাজীপুরের শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন।
Advertisement
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গাজীপুর জেলা কারাগার থেকে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে মায়ের জানাজায় অংশ নেন তিনি।
জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। তরিকুল ইসলাম রিপন মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রিপনের ভগ্নীপতি আবুল হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় একটি মামলায় ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিপনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে তিনি।
Advertisement
এদিকে বার্ধক্যজনিত রোগসহ কিডনি রোগে ভুগছিলেন তার মা নুরুন্নাহার। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন তিনি মৃত্যুবরণ করেন। পরে হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদ নিয়ে কারাগারে থাকা রিপনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তিন ঘণ্টা প্যারোলে মুক্তি পাওয়ার পর রিপন বিকেল পৌনে ৪টায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।
গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, আবেদন যাচাই করে রিপনকে প্যারোলে মুক্তির সিদ্ধান্ত হয়।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, মুক্তির আদেশ পেয়ে তরিকুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মায়ের জানাজায় অংশ নিয়ে কারাগারে ফেরত আনা হয়েছে।
আব্দুর রহমান আরমান/জেডএইচ/জেআইএম
Advertisement