ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে ফ্লাইট স্থগিত থাকায় প্রায় ১২ হাজার ৫০০ ইরানি হাজী সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন। এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
Advertisement
চলতি বছরের জুন মাসের শুরুতে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় গিয়েছিলেন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করেছেন। এই সময় অনেকে মদিনায়ও সফর করেন।
সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজীদের ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহারের চিন্তা করা হলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি।
বর্তমানে সৌদি আরব এবং ইরাকের সঙ্গে সমন্বয় করে স্থল সীমান্ত দিয়ে হাজীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার চেষ্টা করছে।
Advertisement
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইরানি হাজীদের প্রয়োজনীয় সব সুবিধা ও সেবা প্রদান করা হচ্ছে এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব সহযোগিতা অব্যাহত থাকবে।
সূত্র: সিনএনএন
এমএসএম
Advertisement