টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত তারা ১৬টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাবে এবং ৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সম্পূর্ণ স্থগিত থাকবে।
Advertisement
১২ জুন আহমেদাবাদে এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নিলো কোম্পানিটি। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন নিহত হন। একমাত্র বেঁচে যাওয়া যাত্রী ছিলেন ১১ এ সিটে থাকা এক ব্রিটিশ-ভারতীয় নাগরিক। এ ঘটনায় আরও অন্তত ৩৩ জন প্রাণ হারান, যা এটিকে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে।
এয়ার ইন্ডিয়ার লক্ষ্য হলো সময়সূচির স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং যাত্রীদের হঠাৎ ফ্লাইট বাতিলের ভোগান্তি কমানো।
ফ্লাইট স্থগিত থাকবে দিল্লি-নাইরোবি, আমৃতসর-লন্ডন (গ্যাটউইক) ও গোয়া (মোপা)-লন্ডন (গ্যাটউইক)।
Advertisement
ফ্লাইট কমানো হবে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ফার ইস্ট-এর বিভিন্ন রুটে।
বলা হয়েছে, ২১ জুন ২০২৫ থেকে অন্তত ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত এই পরিবর্তন কার্যকর থাকবে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে চেষ্টা করছে এবং নতুন সময়সূচি অনুযায়ী দ্রুত বিকল্প ফ্লাইট এবং রিফান্ডের ব্যবস্থা করা হবে।
সূত্র: এনডিটিভি
Advertisement
এমএসএম