আন্তর্জাতিক

ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার (২০ জুন) ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Advertisement

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ।

তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

সামরিক বাহিনী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ করা হচ্ছে।

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এ হামলাকে পরিস্থিতির আরও অবনতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: সিএনএন

এমএসএম

Advertisement