রাজধানীর উত্তর শাহজাহানপুরের একটি বাসা থেকে এক নারীর (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২০ জুন) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে গতরাতে উত্তর শাজাহানপুরের ৬০৯ নম্বর বাসার তৃতীয় তলায় দরজা ভেঙ্গে ওড়না দিয়ে সিলিং ফ্যানে সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন ওই নারী এবং এক ব্যক্তি। চার-পাঁচদিন ওই রুম না খোলায় গন্ধ বের হলে আমাদেরকে খবর দেন প্রতিবেশীরা। পরে আমরা গিয়ে দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করি।
Advertisement
এসআই রফিকুল ইসলাম জানান, আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জানা যায় নিহত ওই নারী উত্তরায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
এদিকে, পুলিশ জানায়, ডেমরা স্টাফ কোয়ার্টারের বোর্ড মিল এলাকার একটি বাসায় উজ্জল হোসেন (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
নিহতের দুলাভাই সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় উজ্জল। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে আমার শ্যালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।
নিহত উজ্জল যশোর জেলার শর্শা থানার জামতলা বাজার এলাকার আব্দুল মালেকের সন্তান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়াটারের বোর্ড মিল এলাকার চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এএমএ/এএসএম