উত্তরাঞ্চলে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
২০১৫-১৬ অর্থ বছরের চলতি মৌসুমে দেশের উত্তরাঞ্চলে ১.৯৩ লাখ হেক্টর জমি থেকে ২০.৮১ লাখ বেলের বেশি পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সূত্রে জানা যায়, কৃষকরা সর্বত্র পুরোদমে পাট বীজ বপণ করছেন, ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ২০ শতাংশ এলাকায় বীজ বপণ করা হয়েছে।
চলতি মৌসুমে কৃষকরা ১.৭৯ লাখ হেক্টর জমি থেকে ১৯.৭৬ লাখ বেল তোষা জাতের এবং ১৩,৮৫০ হেক্টর জমি থেকে দেশি জাতের ১.০৫ লাখ বেল পাঠ উৎপাদন করবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থা এবং অন্যান্য ডিলারদের মাধ্যমে বীজ পাওয়ায় চলতি মৌসুমে মান সম্পন্ন পাটবীজ পেতে কৃষকদের কোন সমস্যায় পড়তে হয়নি।
ডিএই হর্টিকালচার বিশেষজ্ঞ খন্দকার মেজবাহুল ইসলাম বলেন, উপযুক্ত আর্দ্রতার অভাবে কৃষকরা একটু দেরিতে বীজ বপণ শুরু করেছে। তবে আশা করা হচ্ছে বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত হওয়ায় কয়েক সপ্তাহের মধ্যেই বীজ বপণ সম্পন্ন হবে।
আরএস/আরআই